ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

অন্তর্বর্তী সরকারের মেয়াদে আরও গভীর হবে বাংলাদেশ-ইউএই সম্পর্ক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
অন্তর্বর্তী সরকারের মেয়াদে আরও গভীর হবে বাংলাদেশ-ইউএই সম্পর্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সফররত অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস।  

এ সাক্ষাতে মোহাম্মদ আল ওয়াইস আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও গভীর হবে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এর সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।

মর্যাদাপূর্ণ এ বার্ষিক সম্মেলনে যোগ দোয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে ইউএইর স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনার (অধ্যাপক ইউনূস) উপস্থিতি সমাবেশকে সমৃদ্ধ করেছে। আমরা আপনার মতো লোকদের কাছ থেকে শিখি।  

এক সংকটময় মুহূর্তে বাংলাদেশের নেতৃত্বে দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে শুভেচ্ছা জানান আল ওয়াইস।

তিনি আশা প্রকাশ করেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারিত করবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, তিনি স্বাস্থ্যব্যবস্থা এবং বড় রোগ প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাতের অগ্রগতি দেখে মুগ্ধ। এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ সচিব ও প্রধান এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।