ঢাকা: সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী (৫০) ও তার চার সহযোগীকে ধরে ছাত্র-জনতা পুলিশে সোপর্দ করেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে তাদের ধরে ছাত্র-জনতা উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করেছে বলে জানা গেছে।
ইয়াহইয়া চৌধুরী দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পুলিশে দেওয়া তার চার সহযোগীর মধ্যে ৩ জনের নাম জানা গেলেও একজনের নাম জানা যায়নি। ওই তিনজন হলেন- আনোয়ার হোসেন মিলন, জনি মিয়া ও আনোয়ার।
এই বিষয়ে জানতে একাধিকবার ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিএমপির উত্তরা বিভাগের উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) কল করা হলেও তারা কেউ কল রিসিভ করেননি।
এছাড়া ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছি না।
ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন। এরপর তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন।
বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসসি/এসএএইচ