ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বদলে গেলে নড়াইলের ‘শেখ রাসেল সেতু’র নাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৫, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
বদলে গেলে নড়াইলের ‘শেখ রাসেল সেতু’র নাম

নড়াইল: নড়াইলে শহরের প্রবেশ মুখে ‘শেখ রাসেল সেতু’র নামফলক ভাঙচুর করে ‘শহীদ সালাউদ্দিন সেতু’ নামকরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েতের নেতৃত্বে চিত্রা নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সদস্য সচিব শাফায়াত উল্লাহর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম ও মেহেদী হাসান, মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুসহ আরো অনেকেই।

তারা বলেন, দেশের কোনো স্থাপনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিবারের কারো নাম রাখা হবে না। সেই অনুযায়ী, আমরা ২৪ জুলাই গণঅভ্যুত্থানে নিহত নড়াইলের ছেলে সালাউদ্দিন সুমনের নামানুসারে নড়াইলের শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে ‘শহীদ সালাউদ্দিন সেতু’ নাম রেখেছি।  

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ২০১৪ সালের ৩০ এপ্রিল শহরের প্রাণ কেন্দ্র চিত্রা নদীর সীমাখালী ফেরিঘাটের ওপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের জুন মাস পর্যন্ত নির্মাণ কাজের সময়সীমা নির্ধারণ থাকলেও তিন মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন হয়। জনগণের চলাচলের সুবিধার্থে উদ্বোধনের আগেই ওই বছর ১৬ মার্চ সেতুটি খুলে দেওয়া হয়। পরের বছর ২০১৮ সালের ১১ অক্টোবর ওই সেতু উদ্বোধন করা হয়।  

বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসসি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।