ঢাকা, শনিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

জাতীয়

আ. লীগ নেতাদের সঙ্গে ইউএনওর মিটিং, ছবি ভাইরাল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
আ. লীগ নেতাদের সঙ্গে ইউএনওর মিটিং, ছবি ভাইরাল 

কুষ্টিয়া: ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মনোনীত চেয়ারম্যানদের নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভা করে রিতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা। হঠাৎ করেই আওয়ামী লীগপন্থি চেয়ারম্যানদের নিয়ে এমন মিটিং করায় অবাক হয়েছেন কুষ্টিয়াবাসী।

যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ) বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে মিটিং করা ওই ছবি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ করেই তাদের নিয়ে আইনশৃঙ্খলা মাসিক সভা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকরা।

সভায় উপস্থিত নেতারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এনামুল হক বাবলু, মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন, বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম মন্টু, সদরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একলিমুর রেজা সাবানসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর উপজেলার অন্যতম সদস্য নিলয় আহম্মেদ বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসর, জুলাই গণহত্যার আসামিদের নিয়ে কীসের আইনশৃঙ্খলা মাসিক সভা? ওরা নিজেরাই তো গণহত্যার আসামি, যাদের হাতে এখনো আমার ভাইদের হত্যার রক্ত। তাদের নিয়ে একই টেবিলে কীভাবে বসলেন ইউএনও। নাকি ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন ইউএনও বিবি করিমুন্নেছা? এর জবাব তাকে দিতে হবে। আমরা জবাব চাইবো। অন্যথায় তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে এমন মিটিং এ আওয়ামী লীগ নেতাদের আমন্ত্রণ নিয়ে অন্য দলের নেতাকর্মীরা বিভিন্ন ক্ষোভ প্রকাশ করছেন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ বলেন, স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্গঠনের দায়িত্ব পড়েছে কি তার ওপর? আমরা বুঝতেছি না। একেরপর এক পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে যাচ্ছে তাদের নেত্রী শেখ হাসিনা। সেই স্বৈরাচারের দোসরদের নিয়ে কিসের আইনশৃঙ্খলা সভা করলেন ইউএনও? এর জবাব চাই জনতা।  

উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম বলেন, বিষয়টি শুনলাম। এটি দুঃখজনক, অবশ্যই এর প্রতিবাদ করবো।

মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন, আওয়ামী লীগের সময়ে তিনি এখানে আসছেন। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে উনার সুসম্পর্ক। আওয়ামী লীগ নেতাদের বাইরে অন্য কোনো লোকদের সঙ্গে ইউএনও বিবি করিমুন্নেছা মিটিং করেন না। উনি আসলে কি করতে চান? কি করেন এটা আমরা বুঝি না। আমাদের দলের সিনিয়র নেতাদের বিষয়টি জানিয়েছি।

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) বিবি করিমুন্নেছা বলেন, আইনশৃঙ্খলা একটা কমিটি আছে, যারা যারা সদস্য তারায় এ মিটিংয়ে আসেন। এটা প্রতিমাসেই হয়। ৫ আগস্টের আগেও হয়েছে, পরেও হচ্ছে। পুরো বাংলাদেশে একি রকম। আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের বাইরে তো আমি কাউকে নিয়ে এ মিটিং করতে পারবো না।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।