ঢাকা, শনিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক আলী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক আলী জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আলী

নীলফামারী: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।  

জেলার প্রধান কার্যালয় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে হলি চাইল্ড স্কুলে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

গণনা শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী।  

মোট ১৮টি পদের মধ্যে কোষাধ্যক্ষ মনছুর আলী ইমাদী ও দপ্তর সম্পাদক ইসরাইল গণি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুই হাজার ৪২৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২ হাজার ৮০ জন।

নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ৭৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুনুর রশীদ পেয়েছেন ৬১১ ভোট।  

কার্যকরী সভাপতি পদে দেলোয়ার হোসেন বাবলু ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুল ইসলাম হাফিজ পেয়েছেন
৭০০ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ছাইদুল ইসলাম।

সাধারণ সম্পাদক পদে ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তামহীদ হোসেন (দিপু) পেয়েছেন ৮৩৯ ভোট।  

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মমতাজ আলী ৯৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান পেয়েছেন ৭৩৯ ভোট।  

সহ-সাধারণ সম্পাদক পদে আকবর আলী নির্বাচিত হয়েছেন।  

সাংগঠনিক সম্পাদক পদে আশিকুর রহমান, প্রচার সম্পাদক পদে আবদুল্লাহ জয়, সড়ক সম্পাদক (আন্তঃজেলা রুট) আব্দুল জলিল, সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ রুট) মো. স্বপন হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক পলাশ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. স্বপন হোসেন নির্বাচিত হয়েছেন।  

এছাড়া কার্যকরী সদস্য পদে তিনজন নির্বাচিত হয়েছেন। এরা হলেন- আইনুল হুদা, শ্রী নিমাই চন্দ্র রায় ও রবিউল ইসলাম।

নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।