ঢাকা, শনিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৩

দিনাজপুর: দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ইজিবাইকে থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন।

বর্তমানে তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনায় নিহতরা হলেন - দিনাজপুর সদর উপজেলার হীরারহাট এলাকার শরিফুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম (৪০) ও তার নাতনি দুই মাস বয়সী হুমাইরা।

আর আহতরা হলেন, সদর উপজেলার হীরারহাট এলাকার নিহত নার্গিস বেগমের মেয়ে লিসা আক্তার (১৭) এবং নিহত হুমাইরার মা রিপা আক্তার (২৮)। তাৎক্ষণিকভাবে ইজিবাইকচালকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, একটি ইজিবাইকে করে নার্গিস বেগম এবং তার দুই মেয়ে ও নাতনিকে নিয়ে যাচ্ছিলেন। পথে কাহারোল উপজেলার দশমাইল এলাকায় পৌঁছালে বাহন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ইজিবাইকটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তারা। পরে তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমাইরা ও নার্গিস বেগমকে মৃত ঘোষণা করেন।  

বিষয়টি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।