ঢাকা, শনিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘মেজর মাসুদ’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
‘মেজর মাসুদ’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ গ্রেপ্তার ৩ প্রতারক

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ হাতিয়ে নেxয়ার দায়ে তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।  

গ্রেপ্তাররা হলেন - উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ডের ডিসিরোড এলাকার ছিরু শেখের ছেলে জাহাঙ্গীর (৩৫), ২ নং ওয়ার্ডের হাতিরবাগান সংলগ্ন কুদ্দুস শিকদারের ছেলে কাওছার শিকদার(২১) এবং ডিসি রোডের শংকর মালোর ছেলে সীমান্ত মালো(২০)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শিবচর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমীর হোসেন।

তিনি জানান, এক নারীর মোবাইল ফোনে কল দিয়ে এই প্রতারকচক্রের সদস্য জাহাঙ্গীর নিজেকে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে নানাভাবে ৮ হাজার টাকা বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে হাতিয়ে নেয়। বিষয়টি সন্দেহ হলে শিবচর থানায় অভিযোগ করেন ওই নারী। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, জাহাঙ্গীর বিভিন্ন সময়ে মেজর মাসুদ পরিচয় দিয়ে নগদ এবং বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেন। এ সময় তার অন্য সহযোগীরা সঙ্গে থাকতেন। এই চক্র ভুক্তভোগীদের খুব সহজেই বিশ্বাস করাতে পারতেন।

এসময় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রতন শেখসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।