ঢাকা, শনিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

জাতীয়

আ.লীগ নেতাদের নিয়ে সভা করলেন ইউএনও, সমালোচনার ঝড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
আ.লীগ নেতাদের নিয়ে সভা করলেন ইউএনও, সমালোচনার ঝড়

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার আয়োজন করেছে ভোলাহাট উপজেলা প্রশাসন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইউএনও’র কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।  

বৃহস্পতিবার বিকেলে সভার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে ফ্যাসিস্ট দোসরদের দেখা গেলেও বিএনপি ও জামায়াতের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে সমালোচনার ঝড় বইছে।

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভোলাহাট উপজেলার সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. পিয়ার জাহান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হুসনে আরা পাখিসহ আরও কয়েকজন দলটির পদধারী নেতা।

এসময় আরও উপস্থিত ছিলেন- দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন, বিজিবি চাঁনশিকারী সুবেদার ইদ্রিস আলী ও জেকে পোল্লাডাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার আবু হানিফ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী জর্জ বলেন, ইউএনওকে বারবার বলার পরও আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করার লক্ষ্যেই প্রশাসন তাদের নিয়ে সভা করেছে।  

ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।  

বিএনপির এই নেতা অভিযোগ করেন, এই ইউএনও (নিশাত আনজুম অনন্যা) গোমস্তাপুরে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। সেখানে তিনি আওয়ামী লীগ নেতাদের গুরুত্ব দেন। এ নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে ইউএনওর মতবিরোধ হয়েছিল। যা বিভিন্ন গণমাধ্যমেও এসেছিল। এমন আওয়ামী লীগপ্রেমী ইউএনওর শাস্তি চাই আমরা।

বৈষম্যবিরোধী চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রাহিম বলেন,‘বর্তমান সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরতে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলছে। এরই মধ্যে তাদের নিয়ে আবার আইনশৃঙ্খলা কমিটির সভা করছেন ইউএনও। এতে পরিষ্কার আওয়ামী লীগের দোসরদের আবারও দেশকে অস্থিতিশীলতা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। ’

এর আগে ১০ ফেব্রুয়ারি ভোলাহাট উপজেলায় ফুটবল প্রতিযোগিতার উদ্‌বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল থানার ওসি, আওয়ামী লীগ নেতা ও বিএনপি নেতা কর্মীদের। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে থানার ওসি মো. শাহিনুর রহমানকে প্রত্যাহার করা হয়।

অন্যদিকে , চাঁপাইনবাবগঞ্জ জেলা (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক মো. নাকিব হাসান তরফদার জানান,‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজখবর নিচ্ছি। আর যদি এমনটি হয়ে থাকে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

এদিকে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার মোবাইলফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। এমনকি প্রশ্ন করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হলেও উত্তর দেননি।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।