ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরযাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ৩৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:০৭ এএম, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
বরযাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ৩৮

ফরিদপুর: ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা সম্ভব হয়নি।  

জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী বরযাত্রীবাহী বাসটি ভবুকদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩৮ জন আহত হয়েছেন। আহতদের সকলের বাড়ি রাজবাড়ীতে বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, এম এম পরিবহনের একটি বাস রাজবাড়ীর উদ্দেশে যাচ্ছিল। পথে নগরকান্দার ভবুকদিয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বিয়ের অনুষ্ঠান শেষ করে বরযাত্রীবাহী বাসটি বরিশাল থেকে ছেড়ে এসে রাজবাড়ীর বিনোদপুর যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এসএএইচ

বাংলাদেশ সময়: ২:০৭ এএম, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।