দিনাজপুর: সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- আওয়ামী লীগ নেতা নবাবগঞ্জের ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামীম, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, ফাজিলপুর ইউনিয়নে যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক রাসেল আহমেদ, পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক আবু সাঈদ, ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাছির ইসলাম মুন্না, বিরল উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য রিয়াজুল ইসলাম, একই উপজেলার রানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন।
এ বিষয়ে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা লিয়াকত আলী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে ফ্যাসিবাদের অপতৎপরতায় জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় মাদক মামলায় নয়জন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এসআরএস