ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

নৌকা নিয়ে সংঘর্ষে ভাঙচুর-লুটপাট, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
নৌকা নিয়ে সংঘর্ষে ভাঙচুর-লুটপাট, আহত ১৫

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে মাছ ধরা নৌকার তলা ছিদ্র করাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

এ সময় ১২টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কশবা গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার শিলাইদহ ইউনিয়নের কশবা গ্রামের আদালত প্রমানিক, তার ছেলে জিসান প্রমানিক, তাহের প্রমানিকের ছেলে রাজিব ও রাকিব, হাসেম সরদারের ছেলে শুভ, আজমতের ছেলে রাহিম, শহীদ কাজীর ছেলে ছালাম কাজী, একই এলাকার মিজানুর রহমান মন্টু, বিল্লাল হোসেন, শহীদ হোসেন, মন্টু কাজী, ঝন্টু কাজী, জিন্দার শিকদার, সাইদুল শিকদার, সাজেদা খাতুন।

আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া সদর হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, কসবা গ্রামে মন্টু কাজী গ্রুপের সঙ্গে আদালত প্রামাণিক গ্রুপের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। কাজী গ্রুপের লোকজন চাষাবাদের পাশাপাশি পদ্মা নদীতে মাছ ধরার কাজ করেন। নদীতে তাদের বেশ কয়েকটি ডিঙি নৌকা রেখা ছিল। শনিবার দুপুরে কাজী গ্রুপের পাঁচটি নৌকার তলা ছিদ্র করে দেন প্রামাণিক গ্রুপের সালাম। সেসময় সালামকে ধরে কিছুক্ষণ আটকে রাখার পরে ছেড়ে দেন কাজী গ্রুপের লোকজন। পরে সালাম দেশীয় অস্ত্র, লাঠিসোঁটাসহ লোকজন নিয়ে কাজী পাড়ায় আসেন। সেসময় উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ১২টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আদালত প্রামাণিক বলেন, কাজী গ্রুপের লোকজন আমাদের একটা ছেলে আটকে রেখেছিল। তা জানতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে। আমাদের ৭ জন আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। থানায় মামলা করা হবে।

প্রতিপক্ষ জাদু কাজী বলেন, প্রামাণিকের লোকজন আমাদের নৌকার তলা ছিদ্র করে দিয়েছে। একমাস পাহারা দিয়ে শনিবার সালাম নামের একজনকে ধরেছিলাম। আটকের কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়। পরে প্রামাণিক গ্রুপের লোকজন ঢাল, সরকি, ধারালো অস্ত্রসহ আমাদের ওপর হামলা করেছে। আমাদের ১০-১২ জন আহত আছে। থানায় মামলা করা হবে।

অভিযোগ উঠেছে প্রামাণিক গ্রুপের লোকজন হাসপাতালে থাকায় জাদু কাজী, মাদু কাজীসহ ১৫-২০ জন প্রামাণিক গ্রুপের লোকজনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, মাছ ধরা নৌকা ছিদ্র করাকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।