ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

এটি অন্তর্বর্তী সরকারের সময় প্রথম ডিসি সম্মেলন।

সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, ৬৪ জেলা প্রশাসক (ডিসি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং দুর্নীতি প্রতিরোধ, জনবান্ধব প্রশাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভূমিসেবাসহ হয়রানিমুক্ত সেবাখাত প্রতিষ্ঠাসহ ৩৫৪টি অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হবে তিনদিনের এ সম্মেলনের ৩৪টি কার্য-অধিবেশনে। কার্য-অধিবেশনগুলো সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে। এছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিটকে প্রাধান্য দিয়ে তৃণমূল পর্যায়ে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে নির্দেশনা থাকবে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।