ঢাকা: চলতি ফেব্রুয়ারি মাসের ১৫ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার ডলার। সেই হিসাবে এই সময়ে প্রতিদিন গড়ে আট কোটি ৭৪ হাজার ৮২ হাজার ডলার দেশে এসেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
আগের মাস জানুয়ারিতে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ২৮ লাখ ৪১ হাজার ডলার। আর আগের বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ২১ লাখ ৫২ হাজার ডলার।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসা মাস গত বছরের ডিসেম্বরে প্রতিদিন আসে আট কোটি ৭৯ লাখ ৫৯ হাজার ৩৩৩ ডলার। জানুয়ারি মাসে তা কিছুটা কমে। সেই হিসাবে ফেব্রুয়ারি মাসের ১৫ দিনে খানিকটা বাড়ল।
তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ফেব্রুয়ারির ১৫ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ লাখ ৬৫ হাজার ৫০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে আট কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার।
একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ফেব্রুয়ারির ১৫ দিনে ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ১৬ কোটি ৯৮ লাখ ২০ হাজার ডলার।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
জেডএ/আরএইচ