মাদারীপুর: কাগজে লিখা ঠিকানা পড়ে জানাতে দিয়ে ব্যাংকে টাকা পাঠাতে আসা এক নারীর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে আরেক নারী প্রতারক।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলার শিবচর উপজেলার পৌর বাজারের ডিআইজি মার্কেটে ইসলামী ব্যাংকের (এজেন্ট ব্যাংক) সামনে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী।
জানা গেছে, গত সোমবার দুপুরে শিবচর বাজারের ডিআইজি মার্কেটে ইসলামী ব্যাংকের (এজেন্ট ব্যাংক) মাধ্যমে তিন লাখ টাকা পাঠাতে আসেন লাখি আক্তার নামে স্থানীয় এক নারী। ব্যাংকে প্রবেশের আগে তাকে একটি কাগজ দিয়ে তাতে লিখা ঠিকানা জানতে চান বোরকা পরিহিত অপরিচিত আরেক নারী। এসময় লাখি এই কাগজটি হাতে নিয়ে লিখা ঠিকানা পড়ে জানানো সময় হঠাৎ তাতে টোকা দেন ওই নারী। এতে কিছু বুছে ওঠার আগেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন লাখি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি দেখতে পান ব্যাংকে জমা দেওয়ার জন্য তার সঙ্গে থাকা তিন লাখ টাকা নেই!
ভুক্তভোগী লাখি আক্তার বলেন, ‘আমি আমার এক আত্মীয়র কাছে টাকা পাঠাতে ব্যাংকে আসি। ব্যাংকের দরজার বাইরেই এক নারী ঠিকানা লেখা একটা কাগজ আমার সামনে মেলে ধরে জানতে চান ঠিকানাটা কোথায়? আমি কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলে তাতে হঠাৎ টোকা দেন ওই নারী। কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ঘুরে ওঠে। এরপর আর কিছু মনে নেই। পরে দেখি আমার টাকার ব্যাগ উধাও। চোখের পলকে আমার টাকা হাতিয়ে নিয়ে গেছে ওই প্রতারক নারী। ’
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। যে ঘটনাটি ঘটেছে, সেটাকে অনেকে ‘শয়তানের নিশ্বাস’ বলে থাকেন। কাগজে নেশা জাতীয় কোনো কেমিক্যাল দিয়ে এভাবে অর্থ-স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। টাকা উদ্ধারে আমরা কাজ করছি। তবে ওই মার্কেটে সিসি ক্যামেরা না থাকায় আমাদের একটু বেগ পেতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এসআরএস