ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় নিজ ঘর পড়েছিল বৃদ্ধ দম্পতির মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
ভেড়ামারায় নিজ ঘর পড়েছিল বৃদ্ধ দম্পতির মরদেহ  প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চরদামুকদিয়া মহিষাপুর গ্রামে নিজ ঘর থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া মহিষাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন- ফরিদ হোসেন (৭৫) ও রাবেয়া খাতুন (৬৫)।  

নিহতদের পুত্রবধূ তাপসী খাতুন বলেন, দুপুর ১২টা বেজে গেলেও ভোর থেকে ঘরের দরজা বন্ধ। শ্বশুর-শাশুড়ি ঘুম থেকে উঠছেনই না। বিষয়টি সন্দেহ হলে ঘরের সামনে এসে ডাকা-ডাকি শুরু করি। কিন্তু কোনো সারা-শব্দ না পেয়ে ঘরের দরজার ফাঁকা দিয়ে তাকালে দেখতে পাই, শ্বশুর গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এ সময় আমি চিৎকার দিয়ে উঠলে প্রতিবেশীরা ছুটে আসেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।