ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে ডিএমপির নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে ডিএমপির নির্দেশনা

ঢাকা: ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা দিয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের নিম্নলিখিত এলাকাগুলোর রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে।

ডাইভারশন পয়েন্টগুলো হলো: শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিং। বকশি বাজার থেকে জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল থেকে রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি থেকে শিববাড়ী ক্রসিং সড়ক এবং উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণের পায়ে হেঁটে চলাচলের পথ: পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং-দোয়েল চত্বর ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবেন।

গাড়ি চলাচলের দিকনির্দেশনা: কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশেপাশের এলাকায় ডাইভারশন পয়েন্টসমূহ ব্যতীত নিম্নল্লিখিত রাস্তাগুলোতে যানবাহন চলাচল করবে।  

যানবাহন চলাচলের রাস্তাগুলা নিম্নরূপ:: চলের রাস্তাগু কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং। শাহবাগ ক্রসিং-কাঁটাবন ক্রসিং-বাটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড।

শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং-কদমফোয়ারা ক্রসিং-হাইকোর্ট ক্রসিং-আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং। হাইকোর্ট ক্রসিং-বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়ীয়া ক্রসিং।

শাহবাগ ক্রসিং-হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং-বাংলামোটর ক্রসিং-সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং। বকশীবাজার ক্রসিং-চাঁনখারপুল ক্রসিং-নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।

গাড়ি পার্কিং স্থানগুলো: গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) গাড়ি পার্কিংয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ নির্ধারিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠ এবং নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং সর্বসাধারণের গাড়ি পার্কিং করার জন্য নির্ধারিত করা হয়েছে।

যা বহন করতে পাবে না: ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪৫ মিনিট তেকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। শ্রদ্ধা নিবেদন করতে আসা সর্বসাধারণকে কোনো প্রকার ব্যাগ, কার্টুন, দাহ্য পদার্থ বহন করতে নিষেধ করা হলো।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।