ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

বসন্তের আহ্বান মেলে ধরে ‘সোনাঝুরি লতা’

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
বসন্তের আহ্বান মেলে ধরে ‘সোনাঝুরি লতা’ সোনাঝুরি লতার একটি থোকায় অনেকগুলো ফুল। ছবি: বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

মৌলভীবাজার: প্রকৃতিকে জাগাতে আসে ঋতুরাজ বসন্ত। প্রতিটি গাছের পাতায় পাতায় যেন তার উদাত্ত আহ্বান।

ডালে ডালে ছড়িয়ে দেয় প্রাকৃতিক উচ্ছ্বাস। ধীরে ধীরে পুরো গাছটি প্রথমে কচি পাতায় তারপর ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে উঠে। হঠাৎ করে নতুন পাতা আর ফুলে ফুলে গাছের এমন সেজে উঠে জানান দেয় বসন্ত মানেই প্রকৃতিতে নব যৌবনের ধারা। অনায়াসে সে ফুলে ফুলে নিজেকে সাজিয়ে নিতে জানে।

‘সোনাঝুরি লতা’ বা ‘গোল্ডেনশাওয়ার’ যেন সেই বসন্ত ধ্বনিরই ধারাভাষ্যকার! উজ্জ্বল লালচে কমলা রঙের সৌন্দর্য দূর থেকে খুব সহজে ফুলপ্রেমীদের দৃষ্টি কাড়ে।

এই ফুলের সুশোভিত রূপ দীর্ঘস্থায়ী। লতার ভেতরে একেকটি গুচ্ছে ১৫ থেকে ২০টি করে ফুল ফুটে। প্রস্ফুটিত নলাকার এই ফুলগুলোর দৈর্ঘ্য প্রায় ৭ দশমিক ৫ সেন্টিমিটার। তবে ফুলগুলো গন্ধহীন।

এই গুচ্ছ ফুলগুলো তার নিজস্ব গাছকে যেন রক্তিম পোষাকে সজ্জিত করে দেয়। গন্তব্য অভিযাত্রী কোনো ক্লান্ত পথিকের চোখ সেই ফুলেদের শোভায় বিমোহিত হয়ে উঠেন। গাছভরা গুচ্ছ গুচ্ছ লাল লাল ফুলের বাহার দেখে কিছুক্ষণের দৃষ্টিটুকু ফেরাতে পারেন না।

এর ফুলটি লতানো উদ্ভিদ বলে ভালোভাবে বেড়ে উঠতে তার সাহায্য দরকার পড়ে। সেই কাঙ্ক্ষিত সাহায্য পেলেই ধীরে ধীরে পুরো প্রেক্ষাপট তার দখলে চলে যায়। নিজেকে সে বিস্তৃত পাতাগুল্মে ভরিয়ে তোলে।

প্রতিবছর চারপাশকে আলোকিত করে তোলে সেখানে সেই গুচ্ছ গুচ্ছ ফুলের বাহার দেখা দেয়।

উদ্ভিদ গবেষক জিনিয়া নাসরিন সুমন বাংলানিউজকে বলেন, এই ফুলটির নাম ‘সোনাঝুরি লতা’। তবে একে আবার ‘কমলা আগুনে লতা’ও বলতে পারি। এটি আমাদের দেশে অর্নামেন্টল বা সাজগোজকরণ ফুল। ‘কমলা আগুনে লতা’ বা Orange Trumpet Vine নামক এ ফুলটিকে আগুনের সাথে তুলনা করা হয়। এই ফুলের গহনা দিয়ে ফাগুন সাজে সাজা যায়।

আরেকটি নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, এরা নীলকণ্ঠ (Jacaranda) পরিবারের ফুল। এদের ইংরেজি নামগুলো Flame Vine, Golden Shower Trumpet, Flaming Trumpet, Orange Bignonia। এদের আকৃতি Trumpet  নামক একপ্রকার বাদ্যযন্ত্রের মতো। যার ধ্বনিকে তূর্যধ্বনি বলে। সেই অনুসারে এর আরেকটি নাম ‘দুর্বলতা’। যুদ্ধে এই তূর্যধ্বনি ব্যবহৃত হতো। এখন সেনাবাহিনীর অনুষ্ঠানে বাজানো হয়।

তিনি আরও বলেন, এতে অনেকেই Golden Shower নামেই চেনেন। এটি অনেক ফুলেরই কমন নাম। সোনালুকেও বলে। তবে ওটা বৃক্ষ, আর এটি লতা বা Vine। ফুল আর লতা দেখলে আগুনরাঙা কোনো জনপ্রপাত বলে মনে হবে – এমন অপরূপা এরা। রোদের মধ্যে সোনারঙ ছড়ায়। গুচ্ছাকার পুষ্পমঞ্জরীতে ফুল ধরে। ফুলটির বৈজ্ঞানিক নাম Pyrostegia venusta এবং এরা Bignoniaceae পরিবারের উদ্ভিদ। Bignoniaceae পরিবারের সব ফুলেরাই এমন আকৃতির হয়ে থাকে।  

এই ফুলটির ব্রাজিল, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে এই ফুলটি আদিনিবাস। ফুলটি সৌন্দর্য এবং সাজসজ্জার কাজে সহজে ব্যবহার করা যায় বলে এটি সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে বলে জানান এই উদ্ভিদ গবেষক।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫              
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।