সিলেট: শুল্ক ফাঁকি দিয়ে আনা ট্রাকভর্তি ৩১৯ বস্তা ভারতীয় চিনিসহ দুই যুবককে আটক করা হয়েছে। তারা অভিনব কায়দায় বালুর নিচে করে চিনির চালানটি সিলেট শহরে নিয়ে যাচ্ছিলেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের শাহপরান থানা পুলিশ সিলেট-তামাবিল সড়কে দাসপাড়া এলাকায় চৌকি বসিয়ে তল্লাশি চালিয়ে বালুর আস্তরণের নিচে ট্রাকভর্তি চিনির চালানটি জব্দ করে।
আটকরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুরের চমনাই গ্রামের মানিক আলীর ছেলে হাবিবুর রহমান (২৭), একই উপজেলার জয়রামপুর গ্রামের হাবলু মিয়ার ছেলে জয় হোসেন (২২)। জিজ্ঞাসাবাদে জানা যায়, চিনি পাচারের সঙ্গে আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে বালুর আস্তরণের নিচে ট্রাকে করে চিনির চালানটি নিয়ে ট্রাকটি শহরের দিকে যাচ্ছিল। জব্দ তালিকা অনুযায়ী ৩১৯ বস্তায় ১৫ হাজার ৬৩১ কেজি ভারতীয় চিনির বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৭৫ হাজার ৭২০ টাকা।
তিনি বলেন, এসএমপির শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সোহেল চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই সড়কের দাসপাড়া মুসলিম হাইস্কুলের পাশে চৌকি বসিয়ে তল্লাশিকালে একটি ট্রাকভর্তি ভারতীয় চিনির চালান জব্দ করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটকদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এনইউ/আরবি