ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

নৌ পুলিশের অভিযানে জাল-পোনাসহ গ্রেপ্তার ২৫৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
নৌ পুলিশের অভিযানে জাল-পোনাসহ গ্রেপ্তার ২৫৩

ঢাকা: দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে সাত দিনব্যাপী বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৫৩ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নৌ পুলিশ (মিডিয়া) পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা বিষয়টি নিশ্চিত করেন এক প্রেস বিজ্ঞপ্তিতে।

তিনি জানান, গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১ কোটি ১৯ লাখ ৪৫ হাজার ৬৭৭ মিটার অবৈধ জাল এবং ৪ হাজার ২৬৩ কেজি মাছ, ২১ লাখ ৫২ হাজার পিস বাগদা রেণু পোনা, ৮ লাখ ২৫ হাজার পিস রেণু পোনা, ২২০ কেজি জেলি মিশ্রত চিংড়ি, ১৭২ কেজি কাঁকড়া, ৫ কেজি পারশে মাছের পোনা, ২০০ কেজি পাঙাস মাছের পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ১৮২টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।  

তিনি আরও জানান, নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৬০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৯টি ড্রেজার জব্দ করা হয়। এই অভিযানে ২৫৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ২৩শটি মাছ, ১০টি বেপরোয়া, ৯টি বালুমহাল, ২টি অপমৃত্যু, একটি চুরি এবং একটি বিশেষ ক্ষমতা মামলাসহ মোট ৪৬টি মামলা করা হয়। এছাড়াও জব্দ করা অবৈধ জাল ধ্বংস করা হয়।

মাছ এতিমখানায় বিতরণ এবং রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।