ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

পাহাড়ের প্রবীণ সাংবাদিক মকসুদ আহম্মেদ আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
পাহাড়ের প্রবীণ সাংবাদিক মকসুদ আহম্মেদ আর নেই

রাঙামাটি: পাহাড়ের সাংবাদিকতার প্রবাদ পুরুষ, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক ও প্রকাশক একে এম মকসুদ আহম্মেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়্যুন)।  

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় রাঙামাটি সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


তিনি স্ত্রী ও তিন ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে শরীর খারাপ করলে পরিবারের সদস্যরা তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। রাতেই সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি রাঙামাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সাপ্তাহিক বনভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি জাতীয় দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা এবং ভয়েস অব আমেরিকার পার্বত্যাঞ্চল প্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।