ঢাকা: রাজধানীর পল্লবী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ককটেলসহ পেশাদার ডাকাতদলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল হাওলাদার (২৯), মো. রাজা (৩২), মো. শাহাদাৎ হোসেন (৩৬), মো. আব্দুল মান্নান (২৯) ও মো. সুজন (৩০)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে পল্লবীর ১২ নম্বর সেকশনের, ই- ব্লকের ৫ নম্বর রোডের শহিদ জিয়া কলেজের উত্তর পাশের রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানা সূত্রের বরাত দিয়ে তিনি আরও জানান, শুক্রবার রাতে শহিদ জিয়া কলেজের উত্তর পাশে সাগর জেনারেল স্টোরের সামনের রাস্তায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের সঙ্গে থাকা তিন-চারজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তাররা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্র ও ককটেলসহ ওই স্থানে একত্রিত হয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বাকিদের ধরতে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমএমআই/আরএইচ