যশোর: পালানোর জন্য যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিনতলা ছাদ থেকে লাফিয়ে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।
আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে যশোর শহরতলীর পুলেরহাট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্রে এই ঘটনা ঘটেছে।
শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মচারী জয়নাল জানান, মেহিদী হাসান সোমবার বেলা আড়াইটার দিকে পালানোর জন্য যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের উত্তর পাশে তিন তালা ছাদ থেকে লাফিয়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা টের পেয়ে গেটের কেন্দ্রের দারোয়ানকে বিষয়টি অবহিত করেন। কেন্দ্রের লোকজন মেহেদীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আল হাসান বলেন, মেহেদীর পায়ের দুই জায়গায় ফ্রাকচার হয়েছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তার অবস্থা সম্পর্কে বলা যাবে না।
যশোর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) আবুবক্কার সিদ্দিকী বলেন, মোটরসাইকেল ছিনতাই মামলায় ১৫ দিন আগে বরিশাল থেকে যশোর শিশুর উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করা হয় মেহেদীকে। বেশ কিছুদিন আগেও একটি সাইকেল চুরি মামলায় সে এই কেন্দ্রে ছিল। আদালত থেকে জামিন পেয়ে সে বাড়ি চলে গিয়েছিল।
তিনি জানান, সোমবার শিশু উন্নয়ন কেন্দ্রে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ছিল। বিকেলে পুরস্কার বিতরণ হয়েছে। প্রতিযোগিতা শেষে সুযোগ বুঝে মেহেদী পালানোর চেষ্টা করে।