ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

শিক্ষা

৪ বছর পর নিজস্ব পদ্ধতিতে শাবির ভর্তি পরীক্ষা শুক্রবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
৪ বছর পর নিজস্ব পদ্ধতিতে শাবির ভর্তি পরীক্ষা শুক্রবার

শাবিপ্রবি, (সিলেট): শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা।  

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ‘বি’ ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) এবং বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২০-২১ সেশন থেকে শুরু হওয়া গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা (জিএসটি) থেকে বেরিয়ে চার বছর পর আবারও নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে শাবিপ্রবি।  

শিক্ষার্থী-অভিভাবকদের কষ্ট লাঘবে প্রথমবারের মতো সিলেটের বাইরে দেশের পাঁচটি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং যশোর) ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় শাবিপ্রবি কর্তৃপক্ষ।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ সেশনে কোটাসহ শাবিতে মোট আসন রয়েছে ১ হাজার ৬৭১টি। এরমধ্যে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী/জাতিসত্তা/হরিজন-দলিত, প্রতিবন্ধী, চা–শ্রমিক, বিকেএসপি কোটায় ১০৫টি আসন রয়েছে। এসব আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের (এ ইউনিট) শিক্ষার্থীদের জন্য ৯৮৫টি এবং বি ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা) ৫৮১টি আসন রয়েছে। এরমধ্যে কোটা এতে আবেদন করেছেন সর্বমোট ৮৬ হাজার ৪১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে প্রতি আসনে লড়ছেন ৫১ দশমিক ৭১ জন।

এ বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম জানান, এবার গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছে শাবিপ্রবি। পাশাপাশি প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরের পাঁচটি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ভর্তি পরীক্ষা প্রবেশপত্রও প্রদান শুরু হয়েছে। কেউ লগইন পাসওয়ার্ড ভুলে গেলে ওয়েবসাইট হটলাইন নাম্বার দেওয়া আছে তাতে যোগাযোগ করে পাসওয়ার্ড সংগ্রহ করতে বলা হচ্ছে।

তিনি আরও জানান, এবার এ-১ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় শাবিকেন্দ্রে ৬ হাজার ২৭০ জন, ঢাকা বিশ্ববদ্যিালয়ে ৩৪ হাজার ৩৬৯, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ১২, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৭৮০ ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৬২৭ জনসহ সর্বমোট ২৯ হাজার ১১৬ জন শিক্ষার্থী অংশ নেবেন। এছাড়া এ-২ (স্থাপত্য) ইউনিটে শাবিকেন্দ্রে অংশ নেবেন ১ হাজার ২৪২ জন।

অন্যদিকে ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রে ৬ হাজার ৯৮৩ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৬৩৬, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫৬, যবিপ্রবিতে ৩ হাজার ১৪ ও সিভাসুতে ১ হাজর ৪২৭ জনসহ মোট ৫৬ হাজার ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সার্বিক বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ইতোমধ্যে পরীক্ষা সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের কথা চিন্তা করে এবার বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।