ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেহেরপুর সীমান্তে ১৫ জনকে পুশব্যাক করেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
মেহেরপুর সীমান্তে ১৫ জনকে পুশব্যাক করেছে বিএসএফ

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে একজন রোহিঙ্গা এবং ১৪জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে বিএসএফ তাদের কাঁটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে সাজা ভোগের পর মঙ্গলবার রাতে বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে ফেরত পাঠায়।  

তবে, মুজিবনগর ক্যাম্পের বিজিবি এবং থানা পুলিশ বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন।  

পুশব্যাক হওয়া বাংলাদেশিদের বাড়ি পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং পিরোজপুর জেলায়।  
মায়ানমারের ওই নাগরিক বর্তমানে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের অধিবাসী।

তারা সবাই নিজ নিজ এলাকায় চলে গেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।