যশোর: শীতকালীন ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার হকিতে দেশসেরা যশোরের কেশবপুর উপজেলার মেয়েদেরকে সংবর্ধিত করা হয়েছে। শনিবার (০১ মার্চ) দুপুরে উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এর আয়োজন করে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিজয়ী দলের অধিকাংশ সদস্য এই বিদ্যালয়েরই শিক্ষার্থী। তাদের মধ্যে হকি দলের অধিনায়ক নবম শ্রেণির শিক্ষার্থী প্রিয়া খাতুন টানা দ্বিতীয়বারের মতো সাইক্লিং এও দেশসেরার খেতাব অর্জন করেছে।
মেয়েদের এই সাফল্যে বিদ্যালয়টিতে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থী থেকে অভিভাবক ও শিক্ষকেরা সবার কাছে প্রিয় শিক্ষার্থীদের জন্য দোয়া প্রার্থণা করেছেন।
গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, হকি কোচ হাসান রনি ও কেন্দ্রীয় খেলাঘর আসরের নির্বাহী সদস্য আব্দুল মজিদ।
অতিথিরা মেয়েদের সাফল্য ধরে রাখতে সার্বিক সহায়তার আশ^াস দিয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে দেশসেরা মেয়েরা কেশবপুরে পৌঁছালে এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানায়। ব্যান্ড পার্টির তালে তালে ট্রাকে করে তাদেরকে ঘোরানো হয় উপজেলা শহরে। এসময় সাধারণ মানুষও হাত নেড়ে মেয়েদেরকে শুভেচ্ছা জানায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু বলেন, মেয়েদের অর্জন অনেক বড়। এটাকে ধরে রেখে ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ বলেন, তৃণমূলের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এতবড় সাফল্য নিয়ে আসা সত্যিই গর্বের বিষয়। তারা সঠিক পরিচর্যা পেলে আরও বড় সাফল্য নিয়ে আসতে সক্ষম হবে।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, মেয়েদের এমন অর্জন কেশবপুর তথা যশোরের জন্য বিরাট গর্বের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সকল প্রকার পৃষ্ঠপোষকতা করা হবে।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ০১ মার্চ ২০২৫
এসএইচ