কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনা প্রতিরোধে দায়িত্বে অবহেলার কারণে মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (০১ মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন হাইওয়ে রিজিয়ন কুমিল্লার পুলিশ সুপার খাইরুল আলম।
তিনি বলেন, মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়েছে। দায়িত্বে অবহেলার কারণে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে গত দেড় মাসে ৪টি ডাকাতির ঘটনা ঘটে। ১৫ জানুয়ারি মহাসড়কের মিরশানী এলাকায় ৩০০ বস্তা চালভর্তি ট্রাক পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। গত ৮ ফেব্রুয়ারি মহাসড়কের পাশে অবস্থিত মিয়া বাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। লুট হয় ৩৫ ভরি স্বর্ণ। ডাকাতদের গুলিতে আহত হন মোশারফ নামে এক ব্যবসায়ী।
গত ২৭ ফেব্রুয়ারি ভোরে মহাসড়কের ফাল্গুনকরা মাজার নামক স্থানে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামকে বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ১ মার্চ একই জায়গায় মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনকে বহনকারী প্রাইভেটকারেও একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে।
এসব ঘটনায় হাইওয়ে পুলিশের ব্যর্থতার অভিযোগে ওসি মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার খাইরুল আলম।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এমজেএফ