ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:৫২ পিএম, মার্চ ২, ২০২৫
মোহাম্মদপুরে ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো-বশির (৪৭), কাশেম (২৩), সানুজ (২২), আলমগীর (৩৪), রহমত আলী (২৫), মনির (২০), এমরান (৩৪), শুভব(২২), রাকিব (২০) ও বাদল (৩২)।

রোববার (২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত শনিবার (১ মার্চ) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এমএমআই/জেএইচ

বাংলাদেশ সময়: ২:৫২ পিএম, মার্চ ২, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।