ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

নড়াইলে জাতীয় ভোটার দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
নড়াইলে জাতীয় ভোটার দিবস পালিত নড়াইলে জাতীয় ভোটার দিবস পালিত

নড়াইল: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তম জাতীয়  ভোটার দিবস পালিত হয়েছে।  

এ উপলক্ষে রোববার (০২ মার্চ) সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে রালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেকের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। আরও আলোচনা করেন সহকারী পুলিশ সুপার কিশোর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস প্রমূখ।  

সভায় নতুন ভোটারদের স্মার্ট কার্ড প্রদান করেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।