ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস উদযাপনে অনিয়মে ক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস উদযাপনে অনিয়মে ক্ষোভ ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস উদযাপনে অনিয়ম

ঝিনাইদহ: ঝিনাইদহে দায়সারাভাবে জাতীয় ভোটার দিবস উদযাপন করায় অসন্তোষ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।  

দিবসটি উপলক্ষে শোভাযাত্রা করার কর্মসূচি থাকলেও তা বাতিল করা হয়েছে।

আর এই দিবসটি অনেকের কাছে দায়সারা মনে হয়েছে।

রোববার (০২ মার্চ) সকালে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসের সামনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে কালেক্টরেট স্কুল মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিয়ুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে জনসাধারণের অংশগ্রহণ ছিল কম এবং পূর্বঘোষিত শোভাযাত্রা আয়োজন না করায় অনেকেই হতাশা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, ভোটার দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন ও তরুণ ভোটারদের সচেতন করার একটি বড় সুযোগ। কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে এবারের আয়োজনটি প্রাণহীন হয়ে পড়েছে।  

তারা আরও বলেন, গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে ভোটার দিবস যথাযথভাবে পালন করা জরুরি। কিন্তু এবারের আয়োজন দেখে মনে হয়েছে এটি কেবল নিয়ম রক্ষার একটি অংশ ছিল।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার বলেন, আমি নতুন এসেছি। আয়োজনের বিষয়টি বুঝতে পারিনি। আগামীতে যথাযথ ভাবে পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।