ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

মাগুরায় মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
মাগুরায় মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে মাগুরায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়

মাগুরা: মাগুরা সরকারি মেডিকেল কলেজ কার্যক্রম বন্ধের প্রতিবাদে ও স্থানীয় ক্যাম্পাসের  দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ ও  সড়ক অবরোধ হয়েছে।

মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন স্তরের মানুষ আজ রোববার (০২.০৩.২০২৫) দুপুরে এ কর্মসূচি পালন করেন।

 
 
মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মেডিকেল কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইন্টার্ন চিকিৎসক দীপ্ত দে, শেষ বর্ষের ছাত্র নাইমুর হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা আইনজীবীর সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সাহেদ হাসান টগর, জেলা জামায়াতে আসলামীর আমির এম বি বাকের, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমীর হোসেন, আমিনুর রহমান খান পিকুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক প্রকৌশীলী সেলিম হোসেন এবং সদস্য সচিব হুসাইন।

সংবাদ সম্মলনে বক্তারা মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। এছাড়া অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি জানান। যদি ষড়যন্ত্র করে এই কলেজের কার্যক্রম বন্ধ করা হয় তাহলে মাগুরার সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও হুশিয়ারি দেয়া হয়।

সংবাদ সম্মেলন শেষে মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে বিক্ষুব্ধরা শহরের ভায়না মোড়ে সড়ক অবরোধ করেন। এতে প্রায় আধাঘণ্টা যাবত ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের উদ্যোগে তা নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।