সাতক্ষীরা: ফেব্রুয়ারি মাস জুড়ে সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। একই সময়ে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
বিজিবি জানায়, ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৩ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ১ কোটি ৫১ লাখ ১৬ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৯ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, ১ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন, ১ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, ২ লাখ ২০ হাজার মূল্যের ভারতীয় থ্রি-পিস, ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ইমিটেশন গহনা, চোরাচালানি মালামাল পরিবহনের দায়ে ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বাংলাদেশি ০৩টি ট্রাক, ১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৪ হাজার বস্তা মেয়াদউত্তীর্ণ ও ভেজাল সার, ১ কোটি টাকা মূল্যে ২৫ হাজার মণ কাঠ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
একই সময়ে ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯১ বোতল নেশা জাতীয় সিরাপ, ৩৮ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ইয়াবা, ৫ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় আন্যাগ্রা ট্যাবলেট ও ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশা জাতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট জব্দ ও দুই মাদক কারবারীকে আটক করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্যসমূহ জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
এমআরএম