ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস ডিম দুধ বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস ডিম দুধ বিক্রি শুরু চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস ডিম দুধ বিক্রি শুরু

চুয়াডাঙ্গা: পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।  

সোমবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের কোর্ট মোড়ে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে গরুর মাংস সাতশ’ টাকা কেজি, প্রতিটি ডিম নয় টাকা ৩০ পয়সা, সোনালী মুরগি দুশ’ ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। এছাড়া ৭০ টাকা লিটারে দুধ বিক্রি হবে।

কম দামে ডিম ও মাংস কিনতে পেরে ক্রেতারাও অনেক খুশি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক আ হা ম শামিমুজ্জামানসহ প্রাণিসম্পদের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এসএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।