ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

জামালপুরে পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে ৬ দফা দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
জামালপুরে পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে ৬ দফা দাবি সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

জামালপুর: জামালপুরে রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।  তাদের সাথে একাত্মতা প্রকাশ করে স্থানীয় ছাত্র-জনাতা।

মানববন্ধন চলাকালে বাস শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি।  

সোমবার (৩ মার্চ) দুপুরে শহরের বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে। জামালপুরের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ থাকায় জামালপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, গতকাল রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় এক ইজিবাইক চালকের মৃত্যু হয়। এ ঘটনায় রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধ ও জামালপুরের বাস সার্ভিস সংস্কারের ৬ দফা দাবিতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার নেতাকর্মীরা। এ সময় তারা ৬ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো: সরকারি গেজেট অনুযায়ী দূরপাল্লা বাসভাড়া ২.২০ টাকা (প্রতি কিলোমিটার ) বাস্তবায়ন করতে হবে।  গেট লক সার্ভিস করতে হবে। নির্ধারিত স্টপেজ ছাড়া যত্রতত্র যাত্রী উঠা বা নামানো যাবে না। ফিটনেসবিহীন, ত্রুটিপূর্ণ গাড়ি বাজেয়াপ্ত ও বেপরোয়া গতিতে যানচলাচল বন্ধ করতে হবে। পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পুনর্গঠন করতে হবে।   জেলার অভ্যন্তরীণ সিএনজি রুটগুলোতে ভাড়া নৈরাজ্য ও যাত্রী ভোগান্তি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। প্রতিটি বাসে সিসি ক্যামেরা নিশ্চিত করা যাতে যাত্রী হয়রানি মনিটরিং করা যায়। গাড়ির স্টাফদের আইডি কার্ড বাধ্যতামূলক করা।

এসব দাবির সাথে একাত্মতা পোষণ করে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেন, যুগের পর যুগ ধরে জামালপুরের মানুষ এ ধরনের ফিটনেসবিহীন বাসে চড়ে অস্বাভাবিক অভিজ্ঞতার শিকার হয়। হেল্পারদের দুর্ব্যবহার, যত্রতত্র বিরতি, সুযোগ পেলেই অতিরিক্ত ভাড়া আদায়সহ পরিবহন খাতের সিন্ডিকেটে গলার কাটায় নাভিশ্বাস সাধারণ যাত্রীদের। প্রতিনিয়তই এ ধরনের বৈষম্যের শিকার হয় জামালপুরবাসী। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে অন্যথায় আরও কঠোর কর্মসূচিতে যাবে ছাত্র-জনতা।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবিদ সৌরভ বলেন, রাজিব বাসের ওপর সাধারণ জনগণ ক্ষিপ্ত, রাজিব বাস যদি চলাচল করে আর কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্ররা এর কোনো দায়ভার নেবে না। রাজিব বাস ছাড়া অন্য বাস চলাচল করতে পারবে। এতে আমাদের কোনো সমস্যা নেই।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে নতুন বাইপাস মোড়ে রাস্তা ব্যারিকেড দেওয়া হয়। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা কোনো কথাই শোনেনি। ছাত্ররা আমাদের এক শ্রমিককে আহত করেছে। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ীভাবে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, ছাত্র ও শ্রমিকদের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।