ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। অন্তত চারজন উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পাচ্ছেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (শিক্ষা মন্ত্রণালয়) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার (সমন্বয় এবং সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যবের নামও শোনা যাচ্ছে নতুন উপদেষ্টা পদে।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেন।  

পরে শূন্য হওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পান দপ্তর ছাড়া উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা মাহফুজ আলম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বর্তমানে প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে।

এছাড়া বর্তমান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না বলে জানিয়ে আসছিলেন। ফলে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে সি আর আবরারকে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।