ঢাকা, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৭ মার্চ ২০২৫, ০৬ রমজান ১৪৪৬

জাতীয়

যশোরে স্বেচ্ছাসেবক দলের ইফতার সামগ্রী বিতরণ

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
যশোরে স্বেচ্ছাসেবক দলের ইফতার সামগ্রী বিতরণ যশোরে স্ব্চ্ছোসেবক দলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগী বিতরণ করা হয়

যশোর: পবিত্র রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অসহায় আড়াইশ মানুষকে ইফতার সামগ্রী দিয়েছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (০৫ মার্চ) সকাল ১১টায় যশোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ইফতার সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।

তারেক রহমানের উপহার লেখা প্রতিটি প্যাকেটে ছিল ছোলা, সয়াবিন তেল, চিনি, ডাল, মুড়ি, চিড়া, সেমাই, খেজুর, আলু এবং পেঁয়াজ।

ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। তবে, তিনি প্রধান অতিথি হিসেবে যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজেদুর রহমান সাগর।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।