গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ চায়না মার্কেট এলাকায় আগুন লেগে ১০টি ঝুট গুদাম ও পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় সোয়া এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিমপাড়া চায়না মার্কেট এলাকায় আগুন লাগে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগুনে ১০টি ঝুট গুদাম ও বিভিন্ন ধরনের পাঁচটি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত জানা যায়নি।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় এক কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আরও পড়ুন...
কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন
বাংলাদেশ সময়: ৯০০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
আরএস/আরবি