ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

মা-বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
মা-বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়েছে আবুল কালাম (৩৫) নামে মাদকাসক্ত ছেলে। ঘটনার পরপরই ছেলেকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত গভীর রাতে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে নিজ বাগিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে রাতে ঘরে ঢুকে ধারালো দা দিয়ে তার বাবা ও মাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আহত মা-বাবাকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, নেশা করতে বাধা দেওয়ার কারণেই বাবা-মায়ের সাথে আবুল কালামের দ্বন্দ্ব। তার জেরে এই ঘটনা।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।