ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

যশোরের চৌগাছায় ছেলের হাতে পিতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
যশোরের চৌগাছায় ছেলের হাতে পিতা খুন নিহত শরিফুল ইসলাম

যশোর: পারিবারিক দ্বন্দ্বের জেরে যশোরের চৌগাছা উপজেলায় ছেলে রিমম (২২) এর হাতে খুন হয়েছেন পিতা শরিফুল ইসলাম (৪২)।

শনিবার (০৮ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার পাতিবিলা গ্রামে এই ঘটনা ঘটে।

হত্যাকান্ডের পরপরই ছেলে রিমম পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শরিফুল ইসলামের প্রথম স্ত্রীর সন্তান রিমম। শরিফুল ইসলাম দ্বিতীয় বিয়ে করেন। কয়েকমাস আগে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে রিমমকে বিয়ে দেন পিতা। কিন্তু, তিন মাস না যেতেই স্ত্রীর সাথে তালাক হয়ে যায় রিমমের।

বিয়ে ভেঙে যাওয়ার পর দ্বিতীয় মা তার বোনের মেয়ে সাদিয়ার সাথে রিমমের বিয়ে দেন। এই বিয়ের পরপরই তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়।

শুক্রবার রাতে স্ত্রী সাদিয়াকে নিয়ে রিমমের সাথে তার পিতা ও সৎ মায়ের ঝগড়া হয়। শনিবার ভোর সাড়ে ৪টায় রিমম ধারাল দা নিয়ে পিতা শরিফুল ইসলামের ঘরে প্রবেশ করেন। এ সময় তার দ্বিতীয় মা রোজার জন্য সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন।

কোন কিছু বুঝে ওঠার আগেই রিমম তার ঘুমন্ত পিতাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় পরিবারের লোকজন ও আশপাশের লোকজন ছুটে এলে রিমম পালিয়ে যান। মারাত্মক আহত অবস্থায় শরিফুল ইসলামকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

চোগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। রিমমকে আটকে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ০৮ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।