ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়েছে।
শনিবার রাত পৌণে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপেস ট্রেন রাত ১১টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে।
ট্রেনটি থামার আগ মুহূর্তে মাঝামাঝি থাকা 'ঝ' বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেন বেশ ঝাঁকুনি খায়। পরে বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এদিকে দুর্ঘটনাটি লুপ লাইনে ঘটায় আপ লাইন ও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোসেডে জানানো হয়েছে।
এ দিকে দুর্ভোগের শিকার যাত্রীরা বলেন, ঈদ মৌসুমকে সামনে রেখে ট্রেনের পুরনো ও দুর্বল বগি সংযুক্ত না করে ভাল বগি দেওয়া উচিত। অন্যথায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তারা আরো জানান, রবিবার প্রথম কার্যদিবস এ অবস্থায় আটকা পড়ার কারনে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এমএম