ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, মার্চ ৯, ২০২৫
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগ জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগ জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে মাটিরাঙ্গা জোন আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় আগুনে পুড়ে যাওয়া একটি পরিবারকে ঘর নির্মাণ, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, পাহাড়ি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, একটি অসচ্ছল পরিবারকে সেলাই মেশিনসহ চার শতাধিক পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

এছাড়া প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি কর্তৃক গবাদিপশুর চিকিৎসাসেবা দেওয়া হয়।  

এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা আক্তার ঝুমা ও জয়া ত্রিপুরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।