ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

বাথরুমে লুকিয়েও পুলিশকে ফাঁকি দিতে পারলেন না সাবেক প্রতিমন্ত্রীর ‘পিএস’

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
বাথরুমে লুকিয়েও পুলিশকে ফাঁকি দিতে পারলেন না সাবেক প্রতিমন্ত্রীর ‘পিএস’ গ্রেপ্তার শেখ আবু সাইদ

সাভার (ঢাকা): সাভারে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের কথিত পার্সোনাল সেক্রেটারি (পিএস) শেখ আবু সাইদকে (৫২) গ্রেপ্তার করেছে ডাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

রোববার (৯ মার্চ) বিকেলে সাভার বাজার রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এড়াতে বাথরুমে গিয়ে লুকিয়েছিলেন তিনি। তবে রক্ষা হয়নি, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

শেখ আবু সাইদ সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পার্সোনাল সেক্রেটারি (পিএস) পরিচয় দিতেন। তিনি  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্বজনের দায়ের করা ৫টি মামলার আসামি।  

রোববার রাত সাড়ে ৯ টার দিকে শেখ আবু সাইদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন।

তিনি বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার আবু সাইদকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে। সাভার মডেল থানা পুলিশ আগামীকাল সোমবার তাকে আদালতে পাঠাবেন।

ডিবি পুলিশ জানায়,  বিগত সরকারের সময় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পিএস পরিচয় দিয়ে বাস স্ট্যান্ড ও টেম্পু স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ৩ লাখ টাকা চাঁদা উত্তোলন করতেন শেখ আবু সাইদ। আসামি প্রকৃতপক্ষে একজন খারাপ মানুষ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে সাভার বাজার রোড এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শেখ সাইদ বাথরুমে লুকিয়ে পড়েন। ডিবি পুলিশ বুঝতে পেরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে।  

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।