ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে মুন্না হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। সংস্থাটি বলছে, ইসমাইল ‘অ্যালেক্স ইমন’ এবং ‘গলা কাটা রানা’ কিশোর গ্যাংয়ের অন্যতম ঘনিষ্ঠ সদস্য।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে র্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
বুধবার (১২ মার্চ) র্যাব-২ এর মিডিয়া অফিসার এএসপি খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মুন্না পিঠা বিক্রি করে সংসার চালাতেন। অন্যদিকে অ্যালেক্স ইমন ও গলা কাটা রানাসহ মামলার অন্য আসামিরা সন্ত্রাসী বাহিনীর সদস্য। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইতেন। মুন্নাকেও তারা তাদের দলে চাইতেন। কিন্তু মুন্না তাদের সঙ্গী না হয়ে পিঠা বিক্রি করতেন। এ পেশাকে মেনে নিতে না পারায় মুন্নাকে মারধর করার পরিকল্পনা করেন তারা। গত বছরের ২০ নভেম্বর সন্ধ্যায় ইসমাইল, অ্যালেক্স ইমন ও গলা কাটা রানাসহ অন্য আসামিরা মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা বাবুল হাওলাদার মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ইসমাইলকে গ্রেপ্তার করেছে র্যাব।
ইসমাইলের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এমএমআই/এসআই