ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে নিহত রিফাত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
দাউদকান্দিতে নিহত রিফাত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সুকীপুর গ্রামের রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাশেদ মিয়া ওরফে রাকেশকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দাউদকান্দি পৌরসভা সদরের শাহাপাড়া সড়কের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাশেদ মিয়া দাউদকান্দি পৌরসভা সদরের সবজিকান্দি গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে।  

দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিফাত হত্যা মামলার আসামি রাশেদ মিয়ার বিরুদ্ধে খুন, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, মাদকসহ ১০টি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।