ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে ৪ ডাকাত গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, মার্চ ১২, ২০২৫
চৌদ্দগ্রামে ৪ ডাকাত গ্রেপ্তার গ্রেপ্তার চার ডাকাত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে টানা দুই ডাকাতির ঘটনায় জড়িত চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও বিদেশি মুদ্রা এবং লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়।

 

বুধবার (১২ মার্চ) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।  

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মৃত রমিজ উদ্দিন হাজির ছেলে নজরুল ইসলাম (৬০), একই এলাকার দোল্লাই নবাবপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন (৩৫), চাঁদপুরের মনপুরা এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান (৩৫), লক্ষ্মীপুরের চরমহান এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে মো. শরিফ হোসেন (৪৫)।  

এসপি নাজির আহমেদ খান বলেন, ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তিনটি ঘটনায় একই পিকআপভ্যান ব্যবহৃত হয়েছে। এমনকি ঘটনার সঙ্গে জড়িত ডাকাতরা একই দলের সদস্য বলে জানা যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দিনা থেকে আলাউদ্দিন ও নজরুল এবং চাঁদপুরের কচুয়া থেকে হান্নান ও শরিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপভ্যান, দেশীয় অস্ত্র, লুণ্ঠিত মালামাল ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার ২০-২৫ জন ডাকাত তিনটি গ্রুপে মহাসড়কে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে থাকেন। বিমানবন্দর থেকেই প্রবাসীদের টার্গেট করে পিছু নেন ডাকাত সদস্যরা। পরে সুযোগ বুঝে ছয়-সাতজন ডাকাত মিলে দেশীয় অস্ত্রের মুখে প্রবাসীদের জিম্মি করে তাদের সর্বস্ব লুটে নেন।  

গত ০১ মার্চ ভোর সাড়ে ৬টার দিকে চৌদ্দগ্রামে ফাল্গুনকরা এলাকায় বেলাল হোসেন নামে মালয়েশিয়া প্রবাসী এক তরুণের প্রাইভেটকারকে পিকআপভ্যানের মাধ্যমে চাপা দিয়ে মোবাইলফোন, সোনা, টাকাসহ তার সর্বস্ব এবং ২৭ ফেব্রুয়ারি কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের গাড়িতে একই কায়দায় হামলা চালিয়ে তারও সর্বস্ব লুট করে নিয়ে যায় ডাকাত দলের এই চক্র।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।