ঢাকা: মাগুরার শিশুটিকে ধর্ষণ ও হত্যার বিচার আগামীর সাত দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড.আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, মাগুরার শিশুটি নির্মম ধর্ষণের শিকার হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় মারা গেছে। আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন। আমরা প্রত্যেকে শোকার্ত। এর মধ্যেই আমাদের দায়িত্ব পালন করতে হবে।
‘বিশেষ ব্যবস্থায় আজকের মধ্যেই পোস্টমর্টেম রিপোর্ট (ময়নাতদন্ত প্রতিবেদন) নেওয়ার ব্যবস্থা করছি। আজকেই রিপোর্ট পাওয়া যাবে। আজকেই দাফন করার জন্য তার মরদেহ হেলিকপ্টারযোগে মাগুরায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। ওই শিশুর পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার যাবেন। দাফন পর্যন্ত তিনি থাকবেন। ’
আসিফ নজরুল বলেন, আজকেই পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ডিএনএ রিপোর্টের একটা প্রক্রিয়া থাকে, আমরা আশা করছি আগামী পাঁচদিনের মধ্যে পেয়ে যাবো। ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে ১২/১৩ জনের জবানবন্দী নেওয়া হয়েছে। আমরা আশা করছি সাতদিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। আপনারা জানেন অতীতে ধর্ষণ মামলার বিচার কাজ শুরু হয়ে ৭/৮ দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। সাত দিনের মধ্যে যদি বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করে বিচার করতে পারবেন৷
তিনি বলেন, এ মামলার এতো পারিপার্শ্বিক কারণ রয়েছে, ডিএনএ টেস্ট আছে এবং পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। ইনশাল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
আসিফ নজরুল বলেন, আজকে এই মর্মান্তিক ঘটনার পর ডাক্তাররা সময় বাঁচানোর জন্য নিজেরা সিএমএইচে গিয়ে পোস্টমর্টেম করার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের কর্তব্যকর্মে কোনো রকমের অবহেলা হবে না।
আইন উপদেষ্টা বলেন, আপনাদের কাছে অনুরোধ; যারা এই ইস্যুকে কেন্দ্র করে দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে চায় আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো রকম নৈরাজ্য বরদাশত করবো না। আমাদের যদি কোনো রকম ভুলত্রুটি থাকে তাহলে আমাদের বলবেন। অবশ্যই আমরা সেই ভুলত্রুটির জবাবদিহি করবো। আমরা আপনাদের নিশ্চিত করতে চাই, এই ক্ষেত্রে আমাদের কোনো ভুলত্রুটি নেই। ইনশাল্লাহ চেষ্টা করবো ভবিষ্যতে ভুল হলে সেটা শুধরে নিতে। আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। এরপরও যদি আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকে যেকোনো সময় দিতে পারেন। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে দেশের নাগরিকদের ভোগান্তি সৃষ্টি করছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় যারা, তাদের দিকে নজর রাখবেন।
কতদিনের মধ্যে বিচারকাজ শেষ হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলেছি সাতদিনের মধ্যে বিচারকাজ শুরু হবে। বিচারকাজ কতদিনে শেষ হবে সেটা তো বলতে পারি না। আমি বলেছি অতীতে সাতদিনের মধ্যে বিচারকাজ শুরু এবং ৭-৮ দিনের মধ্যে রায় হয়েছে এ রকম নজির আছে। সেজন্য আমরা আশাবাদী।
গত ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী ওই শিশু। ধর্ষক তাকে হত্যারও চেষ্টা চালায়। পরে গত ৮ মার্চ সংকটাপন্ন শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মারা যায়।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
জিসিজি/এমজে