সিলেট: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে পুকুর থেকে রিয়াজ উদ্দিন (১৮) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার ছাত্রাবাসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রিয়াজ উদ্দিন মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার (ইলাশপুর) গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ওই ছাত্রের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
এনইউ/জেএইচ