ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ছয় তলার ক্লাসরুমের ছাদে এসির বৈদ্যুতিক লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হাসপাতালের লোকজন সেই আগুন নিভিয়ে ফেলে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে সেখানে দুটি ইউনিট পাঠানো হলেও আগেই হাসপাতালের লোকজন অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, নতুন ভবনের ছয় তলায় ক্লাস রুমের ছাদে এসির বৈদ্যুতিক লাইনে ছোট একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আমরাই সেই আগুন হাসপাতালের অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে নিভিয়ে ফেলি। ধোয়া ও আগুনে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা না বুঝে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকেন। পরে তাদের শান্ত করা হয়।
এর আগেও বেশ কয়েকবার নতুন ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এজেডএস/আরআইএস