নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহসহ (৪৮) ছয় আসামিকে দুটি মামলায় ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আরসাপ্রধান আতাউল্লাহ (৪৮) ছাড়াও রয়েছেন রাখাইনের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪), রাখাইনের মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) ও নুর আলমের ছেলে মো. হাসান (১৫)।
নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, আরসার পাঁচ সদস্যসহ ছয়জনকে কোর্টে আনা হয়েছে। আদালত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দুটি পৃথক মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে সোমবার (১৭ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এ সময় আসামিদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা পাওয়া যায়। পরে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: না.গঞ্জে আরসার প্রধানসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এমআরপি/এইচএ/