ঢাকা, শুক্রবার, ৬ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

জাতীয়

শাশুড়িকে কুপিয়ে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া সেই তছিকুল আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
শাশুড়িকে কুপিয়ে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া সেই তছিকুল আটক শাকিল আহমেদ ওরফে তছিকুল।

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় শাশুড়িকে হত্যা মামলার একমাত্র আসামি শাকিল আহমেদ ওরফে তছিকুলকে (২৩) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।  

বুধবার (১৯ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার হেদাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তছিকুল উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদাত আলীর ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে আটকের তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, র‍্যাব-৫ এর একটি দল বুধবার রাত ১২টার দিকে উপজেলার হেদাতিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ঘটনার পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, ২০২৩ সালের ৩ আগস্ট স্থানীয় রেহেনা খাতুনের মেয়ে মনিকা খাতুনের সঙ্গে বিয়ে হয় তছিকুলের। বিয়ের পর থেকেই মনিকা খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তছিকুল। নির্যাতনে অতিষ্ঠ হয়ে মনিকা স্বামীর সংসার ছেড়ে তার মায়ের বাড়ি চলে যান। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তছিকুল। এর জের ধরে গত বছরের ২৭ এপ্রিল তছিকুল প্রথমে তার শাশুড়ি রেহেনা খাতুনকে (৫০) শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালান। এতে ব্যর্থ হলে পরে ধারালো দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে তার শাশুড়িকে হত্যা করেন। এরপর তার মরদেহ পুকুরের পানিতে ফেলে দেন। এ ঘটনায় তার নামে হত্যা মামলা হয়। তবে ঘটনার পর থেকেই তছিকুল পলাতক ছিলেন। তাই তাকে ধরার জন্য বাঘা থানা পুলিশের পাশাপাশি র‍্যাবও এ ঘটনার ছায়াতদন্ত শুরু করে।

বুধবার রাতে ওই গ্রামে অবস্থানের খবর পেয়ে র‍্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠাবে বলেও র‍্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।