ঢাকা, শুক্রবার, ৬ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

জাতীয়

নিরাপত্তা নিয়ে উদ্বেগে জুলাই বিপ্লবের শহীদদের পরিবার: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
নিরাপত্তা নিয়ে উদ্বেগে জুলাই বিপ্লবের শহীদদের পরিবার: নাহিদ বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম

পটুয়াখালী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পটুয়াখালীতে এক শহীদ পরিবারের সদস্যের ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় সারা দেশের শহীদ পরিবারগুলো সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

তিনি বলেছেন, শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহিংসতা আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে।

সারা দেশের জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলো এখন সামাজিক ও রাজনৈতিক অনিরাপত্তায় রয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাই, তারা যেন শহীদ পরিবারের পাশে দাঁড়ায় এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনে।

বৃহস্পতিবার (২০ মার্চ) পটুয়াখালীতে ভুক্তভোগী কলেজছাত্রী ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নাহিদ ইসলাম।  

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা রাজনৈতিক ঐক্যের অভাবে অরাজনৈতিক শক্তির উত্থানের আশঙ্কা করছি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি গণমাধ্যম ও সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন, ভুক্তভোগীর পরিচয় গোপন রেখে যেন সংবাদ প্রচার করা হয়। অপরাধীদের পরিচয় প্রকাশ করে তাদের আইনের আওতায় আনার জন্য সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, যদি দ্রুত বিচার নিশ্চিত না হয় তাহলে সারা দেশে শহীদ পরিবারের পক্ষ থেকে কঠোর কর্মসূচি নেওয়া হবে।  

সংগঠনের নেতারা বলেন, আমরা চুপ করে বসে থাকব না। শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে রাজপথে নেমে আসব।  

এ সফরে তিনি পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে সাক্ষাৎ শেষ দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান।  

এছাড়া তিনি স্থানীয় এনসিপি নেতা-কর্মীদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। তিনি রাজনৈতিক ঐক্যের অভাবে অরাজনৈতিক শক্তির উত্থানের বিষয়ে সতর্ক করেন। সারা দেশে নারীদের নিরাপত্তায় আরও কঠোর পদক্ষেপ নিন। গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি ভুক্তভোগী পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিতে তাদের পরিচয় প্রকাশ না করে, অপরাধীদের পরিচয় প্রকাশের আহ্বান জানান।

গত ১৮ মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলায় এই কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। নাহিদ ইসলাম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীর সঙ্গে দেখা করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

নাহিদ ইসলামের সফর সঙ্গী হিসেবে আসেন এনসিপির পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসান।  

গত মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে নিহত বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাচ্ছিলেন ভুক্তভোগী কিশোরী। এ সময় একই এলাকার মুন্সিবাড়ীর কাছে পৌঁছালে স্থানীয় মৃত মামুন মুন্সীর ছেলে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (২০) তার মেয়ের হাত পা চেপে ধরে সড়কের পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়। এরপর তার মেয়েকে ধর্ষণ করে তারা। সে সময় ওই দুই যুবক ধর্ষণের ভিডিও তাদের মোবাইলফোনে ধারণ করে মুখ বন্ধ রাখতে ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদের ১৭ বছর বয়সী মেয়েকে পটুয়াখালীর দুমকি উপজেলায় গত ১৮ মার্চ সন্ধ্যায় রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্তদের মধ্যে একজনকে পুলিশ গ্রেপ্তার করলেও আরেকজন এখনও পলাতক।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।